August 1, 2010

৬০০ ডলারে থ্রিডি ক্যামকোর্ডার DXG to offer $600 3D Pocket Camcorder DXG-5D7V

থ্রিডি ভিডিও নিয়ে প্রতিদিনই নতুন খবর প্রকাশিত হচ্ছে। থ্রিডি টিভি, থ্রিডি ল্যাপটপ, থ্রিডি ক্যামেরা কিছু না কিছু খবর রয়েছে প্রতিদিনের প্রযুক্তির খবরে। কাজেই থ্রিডি ভিডিও করতে সক্ষম ক্যামেরা সহজলভ্য হওয়া সময়ের ব্যাপার এটাই স্বাভাবিক। মাত্র ৬০০ ডলারে ভিডিও ক্যামেরা বাজারে আনার কথা জানিয়েছে ডিএক্সজি। বিশেষ চশমা ছাড়াই এতে থ্রিডি ভিডিও দেখা যাবে।
ডিএক্সজি-৫ডি৭ভি থ্রিডি নামের এই পকেট ক্যামকোর্ডার দুটি লেন্স ব্যবহার করে ভিডিও রেকর্ড করবে। এর ৩.২৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহৃত প্যারালাক্স ওভারলেতে চশমা ছাড়াই থ্রিডি দেখা যাবে।
এতে থ্রিডি ছাড়াও ২ডি ভিডিও রেকর্ড করা যাবে। ভিডিও রেজ্যুলুশন ৬৪০-৪৮০। অর্থা এতে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে না। এতে ইমেজ ষ্ট্যাবিলাইজেশন এবং ১২এক্স অপটিক্যাল জুম রয়েছে। ভিডিও ছাড়াও এতে ৫ মেগাপিক্সেল থ্রিডি ষ্টিল ছবি উঠানো যাবে।
ক্যামেরার বাইরে থ্রিডি ভিডিও দেখার জন্য তারা এরসাথে একটি থ্রিডি মিডিয়া প্লেয়ার দেবে। ৭ ইঞ্চি টিএফটি ডিসপ্লেতে প্যারালাক্স ওভারলে রয়েছে ফলে সেখানেও থ্রিডি দেখার জন্য চশমা প্রয়োজন হবে না। মিডিয়া প্লেয়ারটি দেখতে ডিজিটাল ফটোফ্রেমের মত। এরসাথে স্পিকার এবং রিমোট কন্ট্রোল রয়েছে।
বিভিন্ন প্রদর্শনীতে ডিএক্সজি এর প্রোটোটাইপ দেখাচ্ছে। এছাড়া তাদের ওয়েবসাইটেও এবিষয়ে তথ্য রয়েছে। এই ভিডিও থ্রিডি টিভিতে কিভাবে দেখা যাবে তা অবশ্য তারা দেখায়নি, তবে জানিয়েছে সেটা সম্ভব।
থ্রিডিপ্রেমীদের কাছে এটা হয়ত ততটা আকর্ষনীয় মনে হবে না যতটা হবে যারা একেবারে কমদামী সমাধান খুজছেন তাদের কাছে। এর প্রিঅর্ডার নেয়া হচ্ছে। ৬ আগষ্ট থেকেই বাজারে পাওয়া যাবে।

No comments:

Post a Comment