ব্লাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশন ট্যাবলেট পিসি তৈরী করতে যাচ্ছে। ব্লাকপ্যাড নামের এই ডিভাইস নভেম্বরে বাজারে আসার কথা শোনা গেছে। এপলের আইপ্যাডের সমান স্ক্রীনের ডিসপ্লের ব্লাকপ্যাডে ওয়াইফাই অথবা ব্লু-টুথ ব্যবহার করে ব্লাকবেরি সংযোগ দেয়া কানেকটিভিটি থাকবে।
দুটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদের মধ্যে ব্লুমবার্গ বলছে নিশ্চিতভাবেই এর নাম ব্লাকপ্যাড। সম্প্রতি ব্লাকবেরি নির্মাতা ব্লাকপ্যাড নামে একটি কোম্পানী কিনেছে। বিষয়টি সেটাই নিশ্চিত করে। তাদের মতে এর ডিসপ্লে হবে মোটামুটি আইপ্যাডের সমান, ৯.৭ ইঞ্চি।
এতে বিল্টইন থ্রিজি এর বদলে ওয়াইফাই ব্যবহার করা হবে অথবা এরসাথে ব্লাকবেরি হ্যান্ডসেট ব্যবহার করে ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে হবে।
এতে কি প্রসেসর ব্যবহার করা হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি। অপারেটিং সিষ্টেম হিসেবে ব্লাকবেরি ওএস ৬ ব্যবহার করা হতে পারে। এর দামও হবে আইপ্যাডের কাছাকাছি। আইপ্যাড ১৬ গিগাবাইট ওয়াইফাই ভার্শনের দাম ৪৯৯ ডলার।
আগামী সপ্তাহে ব্লাকবেরির সংবাদ সন্মেলন করার কথা। সেখানে যা তুলে ধরা হবে বলে অনুমান করা হচ্ছে তারমধ্যে রয়েছে ফুল স্লাইডিং কিবোর্ড সহ ব্লাকবেরি ওএস ৬।
No comments:
Post a Comment