ব্লাকবেরি ব্যবহার করে ইমেইল, মেসেজ পাঠানো কিংবা কিংবা ওয়েব ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ব্লাকবেরি সেট ব্যবহার করে এধরনের যোগাযোগ ব্যবস্থা মনিটর করা যায় না, কাজেই এই ব্যবস্থাকেই পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়া হয়েছে। অক্টোবর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
বিষয়টি অনেককে অবাক করতে পারে। সৌদি আরবও এধরনের ব্যবস্থায় বিবিএম সার্ভিস বন্ধ করে দিচ্ছে এমাসেই। ব্লাকবেরি নির্মাতাকে সৌদি টেলিকম থেকে চাপ দেয়া হচ্ছে তারা চাওয়ামাত্র ব্যবহারকারীর তথ্য দেয়ার জন্য। তারাও এধরনের পরক্ষপ নিতে পারে। বিবিসি এই তথ্য জানিয়েছে।
এই সিদ্ধান্ত কার্যকর হরা হলে আন্তর্জাতিক বানিজ্য কেন্দ্র হিসেবে দুবাইয়ের চেষ্টা বাধাগ্রস্থ হবে বলে মনে করছেন অনেকেই।
No comments:
Post a Comment