গেমারদের অনেক বছর অপেক্ষা করতে হয়েছে ষ্টার ক্রাফট ২ গেমের জন্য। এখন সেটা বাজারে। জুলাইয়ে সেটা সবচেয়ে বেশি বিক্রিত গেম। পিসিই বলুন আর গেম কনসোলই বলুন, এর সাথে পারেনি কেউই। এখন কনসোলের জন্য এই গেম ছাড়া হয়েছে।
শুধুমাত্র কম্পিউটারের জন্যই ষ্টার ক্রাফট বিক্রি হয়েছে বিক্রি হয়েছে ৭ লক্ষ ২১ হাজার। অন্যদিকে কনসোলের জন্য এনসিএএ ফুটবল ১১ বিক্রি হয়েছে ৬ লক্ষ ৯২ হাজার। লেগো হ্যারি পটার বিক্রি হয়েছে ৪ লক্ষ ১ হাজার।
ষ্টার ক্রাফট কনসোল ভার্শনের রেকর্ড খুব ভাল না। হয়ত কম্পিউটার গেমারদের কাছেই এটা জনপ্রিয় হয়ে থাকবে।
No comments:
Post a Comment