সনি তাদের এনইএক্স-৫ এবং এনইএক্স-৩ ক্যামেরায় ব্যবহারযোগ্য ১৮-২০০মিমি এফ ৩.৫ – ৬.৩ ওএসএস লেন্স বাজারে ছাড়ার সময় ঘোষনা করেছে। আগামী সেপ্টেম্বর ১০ তারিখ থেকে এটা বাজারে পাওয়া যাবে। উল্লেখ করা যেতে পারে এধরনের লেন্সের ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি জুমের।
এতে অপটিক্যাল ষ্টেডিশট ইমেজ ষ্ট্যাবিলাইজেশন রয়েছে। ১৭ এলিমেন্ট, ১২ গ্রুপে এই লেন্স তৈরী যারমধ্যে ৫পি এসফেরিক এবং একটি ইডি লো ডিসপারশন এলিমেন্ট। আইরিশে ৭টি সার্কুলার ব্লেড ব্যবহার করা হয়েছে। ম্যাগনিফিকেশন ০.৩৫এক্স, এটাও অন্য যেকোন এনইএক্স লেন্স থেকে বেশি। স্বাভাবিক অন্য লেন্সগুলির থেকে আকারে বড় এবং ওজনে ভারী।
এর দাম ৮০০ ডলার।
No comments:
Post a Comment