August 14, 2010

গুগলের ক্রোম অপারেটিং সিষ্টেম Chromioun Operating System Vanilla

গুগলের ক্রোম ব্রাউজারের অপারেটিং সিষ্টেম ভার্শন ক্রোমিয়াম নিয়ে আগ্রহ নেই এমন কম্পিউটার ব্যবহারকারী পাওয়া কঠিন। ইচ্ছে করলে আপনিও সেটা ব্যবহার করে দেখতে পারেন, এখনই। আপনার নেটবুক, ল্যাপটপ কিংবা ডেস্কটপে। ডাউনলোডের জন্য ২ গিগাবাইট ইউএসবি ড্রাইভ (পেন ড্রাইভ প্রয়োজন হবে এবং এর ফাইলের আকার ৩২৭ মেগাবাইট।
ক্রোমিয়াম সম্পর্কে বলা হচ্ছে অত্যন্ত দ্রুতগতির অপারেটিং সিষ্টেম। এতে এইচটিএমএল৫, ফ্লাশ সাপোর্ট রয়েছে। হেক্সে তাদের সাইটে গুগলের কাজের অনুলিপি উপস্থাপন করেছে। নাম দেয়া হয়েছে ভানিলা
ডাউনলোড করুন এখান থেকে http://chromeos.hexxeh.net/

No comments:

Post a Comment