August 15, 2010

ট্যাবলেট এবং ফোনের জন্য মারডকের ডিজিটাল সংবাদপত্র Digital only paid newspaper for tablets and phones

রুপার্ড মারডককে বলা হয় মিডিয়া সম্রাট। মিডিয়া ব্যবসায় তারসাথে তুলনীয় কেউ নেই। এবার তিনি পুরোপুরি ডিজিটাল সংবাদপত্র আনতে যাচ্ছেন ট্যাবলেট এবং মোবাইল ফোনের জন্য। বর্তমানের সংবাদপত্রের মত প্রথমে প্রিন্ট ভার্শন এবং তার ডিজিটাল সংস্করন না। এবছরই শেষদিকে এই ডিজিটাল পত্রিকা পড়ার সুযোগ পাবেন পাঠক।
লস এঞ্জেলেস টাইমস জানাচ্ছে ব্যবসা বিষয়ক পত্রিকা ওয়াল ষ্ট্রিট জার্নালের মত এটা বিষয়ভিত্তিক হবে না, সব ধরনের পাঠকের জন্য লেখা থাকবে এতে। লেখাগুলি হবে ছোট এবং আকর্ষনীয়।
এটা পড়ার জন্য পাঠককে মাসে ১৭.২৯ ডলার করে দিতে হবে।

No comments:

Post a Comment