August 14, 2010

পে-পল এন্ড্রয়েডে যোগ হচ্ছে PayPal payments soon Android-integrated

এন্ড্রয়েড ব্যবহারকারীরা দ্রুতই সরাসরি পে-পল ব্যবহারের সুযোগ পাবেন। এবছরই শেষদিকে এই সেবা চালুর জন্য কথা চলছে পে-পল এর মালিক ই-বে এবং এন্ড্রয়েড এর মালিক গুগলের।
বর্তমানে এন্ড্রয়েড মার্কেট থেকে কিছু কিনতে হয় ক্রেডিট কার্ড অথবা পে-পলের বিকল্প গুগল চেকআউট ব্যবহার করে। অবশ্য এন্ড্রয়েডে পে-পল এখনও ব্যবহার করা যায়, ভিন্নভাবে। একে এন্ড্রয়েডের সাথে যুক্ত করে দেয়ার প্রক্রিয়া চলছে।
গুগলের প্রধান প্রতিন্দন্দি এপল তাদের আইপ্যাড, আইফোন, আইপড টাচ এর সফটঅয়্যার বিক্রির জন্য পে-পল ব্যবহার করে।
এর আগে পে-পল জানিয়েছে পে-পলে একাউন্ট না খুলেই একজন ক্রেডিট কার্ডের সাহায্যে পে-পল একাউন্ট ব্যবহারের সুযোগ পাবেন গেষ্ট পেমেন্ট নামের পদ্ধতিতে।
ব্লমবার্গের দেয়া এই তথ্য সম্পর্কে পে-পল কিংবা গুগল কোন মন্তব্য করেনি।

No comments:

Post a Comment