ওরাকল জানিয়েছে তারা গুগলের নামে পেটেন্ট এবং কপিরাইট ভঙ্গের মামলা করেছে। গুগল তাদের এন্ড্রয়েড তৈরীর সময় জেনেশুনে ওরাকলের জাভা বিষয়ক তথ্য ব্যবহার করেছে বলে ওরাকলের অভিযোগ। এবছর শুরুর দিকে সান মাইক্রোসিষ্টেমস কেনার সময় জাভা ল্যাংগোয়েজ কিনে নেয় ওরাকল।
অভিযোগে বলা হয়েছে গুগল সানের পোর্টফোলিও সম্পর্কে জানে। তারপরও তাদের সফটঅয়্যার ডেভেলপমেন্ট কিট (এসডিকে) তে জাভার তৈরী এপ্লিকেশন ব্যবহার করেছে গুগলের কাষ্টম ভার্চুয়াল মেসিনে। জাভার সুবিধে হচ্ছে একবার তৈরী করলে যে কোন অপারেটিং সিষ্টেমে জাভা ভার্চুয়াল মেসিন সফটঅয়্যার ব্যবহার করে চালানো যায়। এছাড়া এন্ড্রয়েড ডেভেল্পমেন্ট কিট নামে আরেক ক্ষেত্রে সি এবং সি প্লাশ প্লাশ ব্যবহার করলেও মুলে রয়েছে জাভা। এসব মিলিয়ে ৭টি বিষয়ে পেটেন্ট এবং কপিরাইট ভঙ্গ হয়েছে।
এন্ড্রয়েড নিয়ে আরো কাজ করা কিংবা বিতরন করা থেকে গুগলকে বিরত রাখার জন কোর্টে আবেদন জানিয়েছে ওরাকল।
গুগলের তথ্য অনুযায়ী দৈনিক তাদের এন্ড্রয়েড ভিত্তিক ফোন বিক্রি হয় ২ লক্ষ।
No comments:
Post a Comment