মাসতিনেক আগে ডিনয়েজ ৪ রিলিজ দেয়া হয়েছিল। তাতে বেশকিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনে টোপাজ ল্যাব ফটোগ্রাফ থেকে নয়েজ দুর করার জন্য তাদের ফটোশপ প্লাগইন ডিনয়েজ এর নতুন ভার্শন রিলিজ দিয়েছে। বলা হচ্ছে এতে সর্বোচ্চ ছবি ব্যবহারের সীমা বাড়ানো হয়েছে এবং প্রসেসিংএর গতি বেড়েছে দ্বিগুন।
নতুন নয়েজ প্রসেসিং ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল ডিরেকশন ডিব্যানডিং ফাংশন এবং স্যাডো টোন রিষ্টোরেশন। স্যাডো এরিয়ায় রং ঠিক করবে এটা।
ইউজার ইন্টারফেসে কোন পরিবর্তন আনা হয়নি তবে নতুন কিছু স্লাইডার যোগ করা হয়েছে। কিছু প্রিসেট যোগ করা হয়েছে।
উইন্ডোজ এবং ম্যাক দুধরনের অপারেটিং সিষ্টেমে এটা ব্যবহার করা যাবে ফটোশপ ভার্শন ৭ থেকে সিএস৫ পর্যন্ত যে কোন ভার্শনে।, ফটোশপ এলিমেন্টস ১ থেকে ৮ পর্যন্ত। এছাড়া ইরফানভিউ, কোরেল পেইন্টশপ প্রো এবং বিনামুল্যের ফিউশন এক্সপ্রেস নামের ভার্শন এডবি লাইটরুমের সাথে ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment