August 2, 2010

স্নাপড্রাগন প্রসেসর এবং ফ্রোয়ো নিয়ে এলজি অপটিমাস জেড LG Optimus Z (LG-SU950/KU9500)

এলজি তাদের হাই এন্ড স্মার্টফোন অপটিমাস জেড রিলিজ দিয়েছে। এতে রয়েছে ১ গিগাহার্টজ স্নাপড্রাগন প্রসেসর। আপাতত এতে এন্ড্রয়েড ২.১ এক্লেয়ার রয়েছে তবে এটা আপডেট করে ২.২ ফ্রোয়ো করা হবে এবছরই। এর ডিসপ্লে হাইব্রিড এইচডি এলসিডি, ৩.৫ ইঞ্চি।
অন্যান্যদের মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা (ভিডিও সম্পর্কে জানা যায়নি)। ভিডিও প্লেব্যাকের জন্য ডিভ-এক্স এবং ডলবি মোবাইল রয়েছে। রয়েছে টি-ডিএমবি টিভি। ১৩৫০ মিলিএম্পিয়ারআওয়ার ব্যাটারী দীর্ঘক্ষন ব্যবহার করা যাবে।
একে বলা হচ্ছে অনস্ক্রিন ফোন। একে কম্পিউটার থেকে নিয়ন্ত্রন করা যাবে। ফোনের ইউজার ইন্টারফেস দেখা যাবে কম্পিউটারে এবং আপনি সেখানে কাজ করতে পারবেন। কেবল অথবা ব্লুটুথ ব্যবহার করে কম্পিউটারের সাথে সংযোগ দেয়া যাবে।
এতে ড্রাগ এন্ড শেক নামে একটি ফিচার রয়েছে যার মাধ্যমে হ্যান্ডসেটে ঝাকুনি দিয়ে এক ফোন থেকে আরেক ফোনে ফাইল শেয়ার করা যাবে।
এন্ড্রয়েড বাজারে পাওয়া যায় এমন অন্তত ১০০টি সফটঅয়্যার এতে ইনষ্টল করা রয়েছে। আরো ৭০টি যা এখনো বাজারে আসেনি।
আপাতত শুধুমাত্র কোরিয়ায় বিক্রি হচ্ছে এলজি অপটিমাস জেড।

No comments:

Post a Comment