আইফোন আনলক করা বৈধ ঘোষনা করেছে আমেরিকার কপিরাইট অফিস। আর তারই উত্তরে ব্রাউজারভিত্তিক জেলব্রেকিং পদ্ধতি ইন্টারনেটে দিয়েছে আইফোন ডেভেলপমেন্ট টিম। আগে আনলক করার জন্য আইফোনকে কম্পিউটারের সাথে সংযোগ দেয়া প্রয়োজন হত, এখন এতে সাফারী ওয়েব ব্রাউজার ইনষ্টল করে তাদের ওয়েবসাইটে যাওয়াই যথেষ্ট। এই পদ্ধতিতে আইওএস ভিত্তিক যে কোন ডিভাইস আনলক করা যাবে, যারমধ্যে রয়েছে আইফোন, আইপড টাচ, আইপ্যাড ইত্যাদি।
জেলব্রেক নামে পরিচিত আনলক করার ফলে ব্যবহারকারী যে সুবিধেগুলি পান তা হচ্ছে যে কোন নেটওয়ার্কে আইফোন ব্যবহারের সুযোগ এবং এপল অনুমোদন দেয়নি এমন সফটঅয়্যার ব্যবহারের সুযোগ। চালু হওয়ার পর ওয়েবসাইটে এতটাই ভিড় জমেছে যে অনেকে সাইটে ঢুকতে পারেননি।
No comments:
Post a Comment