ইদানিং এলজির নতুন সেটের ধারা দেখলে মনে হবে তারা হয়ত শুধুমাত্র কোরিয়ার জন্যই হ্যান্ডসেট তৈরী করছে। তাদের বেশকিছু ফোন বিক্রি হচ্ছে শুধুমাত্র কোরিয়ায়। এই ধারার বাইরে এবার রীতিমত একটা সিরিজের কথা জানানো হয়েছে সারা বিশ্বের জন্য। উইংক নামের এই সিরিজে রয়েছে উইংক, উইংক ষ্টাইল এবং উইংক থ্রিজি নামের তিনটি ফোন।
এদের মধ্যে সবচেয়ে সাধারন হচ্ছে এলজি টি৩০০ উইংক। ২.৪ ইঞ্চি টাচস্ক্রিন ফোনটি অনেকটাই তাদের কেপি৫০০ কুকির মত। এতে ৩.৫ মিমি অডিও জ্যাক, এফএম রেডিও, মাইক্রোএসডি স্লট রয়েছে (এগুলি তিনটি সেটেই রয়েছে)।
পরের সেটটি হচ্ছে এলজি টি৩১০ উইংক ষ্টাইল। এর ডিসপ্লে ২.৮ ইঞ্চি। সবশেষ মডেল এলজি টি৩২০ উইংক থ্রিজি। নাম থেকে ধারনা করা যায় এতে থ্রিজি কানেকটিভিটি রয়েছে।
এখন পর্যন্ত ফোনগুলির বিস্তারিত জানানো হয়নি। এমনকি ফোনের আকার পর্যন্ত।
ধারনা করা যায় এগুলির দাম হবে তুলনামুলক কম। আগষ্টের মাঝামাঝি এগুলি বাজারে আসতে শুরু করবে।
ধারনা করা যায় এগুলির দাম হবে তুলনামুলক কম।
No comments:
Post a Comment