August 3, 2010

কমদামে স্যামসাং এর ২ টেরাবাইট হার্ডডিস্ক Samsung 2TB EcoGreen F4EG hard drive

স্যামসাং এর ৩.৫ ইঞ্চি ২ টেরাবাইট ডেস্কটপ হার্ডডিস্কে (এফ৩ইজি) ৪টি প্ল্যাটার ব্যবহার করা হয়। কিস্তু তাদের নতুন ইকো-গ্রিন এফ৪ইজি মডেলে প্লাটার ব্যবহার করা হয়েছে ৩টি। কারন দুটি, এতে শক্তি খরচ হবে কম। তারচেয়েও বড় কারন এর দাম কমে আসবে আগের থেকে অন্তত ৬০ ডলার। মাত্র ১২০ ডলারে ২ টেরাবাইট ধারনক্ষমতার এই হার্ডডিস্ক পাওয়া যাবে।
স্পেসিফিকেশন অনুযায়ী এতে ৩ গিগাবিট/সে ডাটা ট্রান্সফার করা যাবে। ৩২ মেগাবাইট বাফার রয়েছে। আগের মডেলে থেকে ২৩ ভাগ কম বিদ্যুতশক্তি ব্যবহার করবে।
সেপ্টেম্বরের শুরুতে এগুলি বিক্রি শুরু হবে

No comments:

Post a Comment