নোকিয়ার সি-৭ মোবাইল হ্যান্ডসেটে চমক লাগানো কিছু আছে একথা নিশ্চয়ই কেউ দাবী করবেন না। তারপরও, যা আছে তা আগ্রহ সৃষ্টি করার জন্য যথেষ্ট। একে এন-৮ এর কমদামী ভার্শন বলা যেতে পারে অনায়াসে।
এতে দাম কমানোর জন্যই সম্ভবত বডিতে এল্যমিনাম এর বদলে প্লাষ্টিক ব্যবহার করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ক্যামেরার ক্ষমতা কমানো। এন-৮ এর ১২ মেগাপিক্সেল এর বদলে ৮ মেগাপিক্সেল, জিনন ফ্লাশের বদলে এলইডি ফ্লাশ।
এছাড়া এইচডিএমআই পোর্ট বাদ দেয়া হয়েছে। মেমোরী ৮ গিগাবাইট করা হয়েছে। বাকিদের মধ্যে ৩.৫ ইঞ্চি এনএইচডি এমোলেড ডিসপ্লে, ৬৮০ মেগাহার্টজ সিপিইউ, ২৫৬ মেগাবাইট র্যাম, ১২০০ মিলিএম্পিয়ারআওয়ার ব্যাটারী এবং সিমবিয়ান ৩ অপারেটিং সিষ্টেম একই রয়েছে।
নোকিয়া এখনো আনুষ্ঠানিকভাবে এর ঘোষনা দেয়নি। ধারনা করা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি অথবা নভেম্বরে এটা বাজারে পাওয়া যাবে। দাম হতে পারে ৩৫০ ইউরো (নোকিয়া এন-৮ এর দাম ৪৫০ ইউরো)।
No comments:
Post a Comment