একেবারে নতুনভাবে ডিজাইন করা ইমেজ ষ্ট্যাবিলাইজেশন মোড ২ (আইএস-২) এর দুটি লেন্সের ঘোষনা দিয়েছে ক্যানন। Canon EF 300mm f/2.8L IS II USM এবং EF 400mm f/2.8L IS II USM লেন্সদুটি বাজারে পাওয়া যাবে ডিসেম্বর থেকে।
দুটি লেন্সই ১২টি গ্রুপে ১৬টি এলিমেন্ট দিয়ে তৈরী। ক্রোমাটিক এবারেশন দুর করার জন্য হাই পারফরমেন্স ফ্লুরোলাইট লেন্স ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে ক্যাননের সর্বাধুনিক সুপার স্পেকট্রা কোটিং রয়েছে।
ক্যাননের এল-সিরিজের লেন্স এমনিতেই সুনামের অধিকারী। এই প্রযুক্তির সাথে সাব-ওয়েভ লেন্থ ষ্ট্রাকচার কোটিং (এসডব্লিউসি) ব্যবহার করে দেখা যায় না এমন আলোকে প্রতিহত করে। এছাড়া প্রশত এবং শেষ লেন্সে ধুলাবালি মুক্ত রাখার জন্য ফ্লোরিন কোটিং ব্যবহার করা হয়েছে। এটা পানিরোধক ফলে পানিতে লেন্সের ক্ষতি হবে না।
নতুন ইমেজ ষ্ট্যাবিলাইজেশন পদ্ধতি যেমন নিখুত ছবি উঠাতে সাহায্য করবে তেমনি এফ/২.৮ এপারচার দ্রুত ফোকাস করবে। অটোফোকাসের জন্য নতুন প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ওয়াটারপ্রুফ বডির সাথে এই লেন্স ব্যবহার করে বিরুপ আবহাওয়ায় ছবি উঠানো যাবে।
একটিমাত্র বিষয় লেন্স থেকে দুরে রাখতে পারে, তা হচ্ছে এর দাম। যথাক্রমে ৮৯৩০ এবং ১৩৬৯০ ইউরো।
No comments:
Post a Comment