জুতার ফিতে বাধা নিয়ে কি আপনি চিন্তিত ? ছোটদের জুতার ফিতে বেধে দিতে হয়, তার সমাধান করা হয়েছে নানাভাবে। ফিতে প্রয়োজন নেই, টেনে আটকে দিলেই চলে। বড়দের জুতাতেও এর ব্যবহার রয়েছে। এতে সন্তুষ্ট নয় বিশ্বখ্যাত জুতানির্মাতা নাইক। তারা পেটেন্ট আবেদন করেছে এমন ব্যবস্থার যেখাতে জুতা নিজেই ফিতে বাধবে।
এই জুতায় একধরনের চার্জিং ব্যবস্থা থাকবে। আলোর ব্যবস্থাও রয়েছে ফিতে বাধার সহায়তা করার জন্য।
No comments:
Post a Comment