August 7, 2010

মোজিলার দেয়া পুরস্কার নেন না অনেকেই Mozilla Bug Finders Turn Down Cash

ওপেন সোর্স মোজিলা প্রজেক্ট বছর ছয়েক আগে পুরস্কার ঘোষনা করেছে তাদের সফটঅয়্যারের ক্রটি বের করে দেয়ার জন্য। মোজিলা জানাচ্ছে এদের অনেকেই পুরস্কারের অর্থ নিতে চান না। বরং সরাসরি বলে দেন, সেই অর্থ ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনে দান করে দিন। তাদের একটি টি-সার্ট পেলেই চলবে। ফায়ারফক্স ডেভেলপমেন্ট টিমের প্রধান জোনাথন নাইটিংগেল এক সাক্ষাতকারে একথা জানিয়েছেন।
২০০৪ সালে মোজিলা ঘোষনা করে কেউ তাদের সফটঅয়্যারের ক্রটি বের করে দিলে তাকে পুরস্কার হিসেবে ৫০০ ডলার দেয়া হবে। এপর্যন্ত এভাবে ১২০টি ক্রটি বের করে দিয়েছে অন্তত ৮০ জন। সম্প্রতি এই অর্থের পরিমান বাড়ানো হয়েছে। বড় ধরনের সমস্যা শনাক্ত করলে ৩ হাজার ডলার পর্যন্ত দেয়ার কথা জানানো হয়েছে। এই পদ্ধতি প্রচলনে তারা অগ্রনী কারন কিছুদিন আগে গুগল জানিয়েছে তারাও তাদের সমস্যা শনাক্ত করে দিলে ৩ হাজার ডলার পুরস্কার দেবে।
উল্লেখ করার মত বিষয় হচ্ছে মোজিলার সফটঅয়্যার তৈরী করে স্বেচ্ছাসেবী প্রোগামাররা কারন এটি অলাভজনক স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান। অন্যদিকে সবচেয়ে লাভের কোম্পানী মাইক্রোসফট এধরনের অর্থ পুরস্কার দিতে অস্বিকার করে।
ব্রাউজারের সমস্যা সংক্রান্ত তথ্য কালোবাজারে অত্যন্ত্য দামী বিষয়। বহু অর্থ ব্যয় করে অনেকে এই তথ্য হাতে পেতে চেষ্টা করে, কারন এর মাধ্য অনেকেই লাভবান হন। মোজিলা অর্থপুরস্কারের ঘোষনা দিয়ে বিষয়টি কমাতে চেষ্টা করেছে। ফল হিসেবে দেখা যাচ্ছে এমন ।নেককে পাওয়া গেছে যারা অর্থের কথা না ভেবেই ঠিক কাজ করেন।
নাইটিংগেলের বক্তব্য, আমেরিকায় ৩ হাজার ডলার কিছুই না, কিন্তু অনেক দেশে এটা বেশ অংক। পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই তারা সহযোগিতা পান।

No comments:

Post a Comment