গেম খেলার উপযোগি উচুমানের ল্যাপটপের কথা জানিয়েছে এমএসআই। এতে টারবো ড্রাইভ ইঞ্জিন (টিডিই) এবং ডায়নাঅডিও নামে তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ডুয়াল ৫০০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক, এটিআই মোবিলিটি রেডঅন এইচডি ৫৮৭০ গ্রাফিক্সকার্ড এবং ৩টি ডিডিআর৩ র্যাম স্লট রয়েছে। র্যাম ব্যবহার করা যাবে ১২ গিগাবাইট পর্যন্ত। এছাড়া ২টি ইউএসবি ৩.০ এবং ২টি ইউএসবি ২.০ পোর্ট রয়েছে।
এমএসআই এর টিডিই প্রযুক্তি টারবো বাটনে স্পর্শ করলে প্রসেসরের পারফরমেন্স বাড়ায়। এতে প্রসেসরের কর্মক্ষমতা ৮৩ ভাগ বৃদ্ধি পায়। একই সময়ে আরেকটি বাটন দিয়ে কুলার বুষ্ট টেকনোলজি চালু করা যায়।
এমএসআই এর বক্তব্য অনুযায়ী তারা এর ডায়নাঅডিও পদ্ধতিতে প্রতিটি ফ্রিকোয়েন্সি ঠিক করতে ১২০০ ঘন্টা পরীক্ষা করেছে। এরফলে স্পষ্ট শব্দ পাওয়া সম্ভব হবে।
দুটি ৫০০ গিগাবাইট হার্ডডিস্কে মোট ১ টেরাবাইট যায়গা পাওয়া যাবে। তাদের রেইড ০ আর্কিটেকচার ব্যবহারে এগুলি কাজ করবে খুব দ্রুততায়। গ্রাফিক্সে জন্য ডিডিআর৫ ভির্যাম রয়েছে ১ গিগাবাইট।
এর প্রসেসর ইন্টেল কোর-আই৭, অপারেটিং সিষ্টেম উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম, ডিসপ্লে ১৫.৬ ইঞ্চি। এছাড়া সুপার মাল্টি ব্লুরে ড্রাইভ, এইচডি ওয়েব ক্যাম, ব্লুটুথ, এইচডিএমআই, ৯-সেল ব্যাটারী ইত্যাদি রয়েছে।
এর দাম এবং প্রাপ্যতা এখনও জানানো হয়নি।
No comments:
Post a Comment