August 5, 2010

ভারতে আইটি ক্ষেত্রে সরকারের কর্মকান্ডে অনেকেই হতাস IT progress in India is still stifled

ভারতে আইটি প্রসারের ক্ষেত্রে সরকারের অনাগ্রহ এবং নতুন কিছু করার প্রবনতা না থাকায় অনেকে হতাস। এদেরই একজন মান্নান কাকার মনে করেন বিশেষ কিছু ক্ষেত্রে সরকারের অনেককিছু করার রয়েছে যা করা হচ্ছে না। এরই কয়েকটি উদাহরন তিনি তুলে ধরেছেন।
১. পে-পল ব্যবহার
যারা ইন্টারনেটে কাজ করেন তারা সকলেই জানেন পে-পল অর্থ লেনদেনের কত সহজ একটি ব্যবস্থা।  ঘরে বসে খুব সহজে ব্যবহারযোগ্য এই ইন্টারনেট সার্ভিসের জন্য প্রয়োজন বিনামুল্যের পে-পল একাউন্ট, সাথে তারসাথে সম্পৃক্ত ক্রেডিট কার্ড। এ নিয়ে অনেক কথা হলেও পে-পল কে সহজে ব্যবহারের ব্যবস্থা করা হয়নি।
যে দেশে ই-কমার্স এবং মাইক্রো ফিনান্সিংকে মানুষের জীবনযাত্রা উন্নত করার কথা বলা হয় সেখানে পে-পল বিষয়ে সরকারের বাধাপ্রদান অভিশাপের মত।
২. মাইক্রোসফট ক্যাম্পাস থেকে সফটঅয়্যার কেনা যায় না
হায়দরাবাদের মাইক্রোসফট ক্যাম্পাস রয়েছে যেখানে মাইক্রোসফটের সফটঅয়্যার কমদামে মাইক্রোসফটের সফটঅয়্যার কেনার ব্যবস্থা রয়েছে। কিন্তু সেগুলি কেনার আগে কোন রিটেলারের সদস্য হতে হয়। মাইক্রোসফটের মত কোম্পানী যেখানে হাজার হাজার কোটি ডলার  বিনিয়োগ করছে সেখানে সরাসরি ব্যবহারকারীর কাছে সফটঅয়্যার বিক্রির অনুমতি তাদের দেয়া হয়নি।
৩. মোবাইল নাম্বার পোর্টেবিলিটি, থ্রিজি এবং ফোরজি
অনেক অপেক্ষার পর থ্রিজি নিলাম অনুষ্ঠিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত থ্রিজি ব্যবহার চালু হয়নি। এছাড়া একজন ব্যবহারকারী তার মোবাইল নাম্বার অন্য যায়গায় ব্যবহার করতে পারেন না। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি কাজটি করতে চায় না কারন কেউই ব্যবহারকারী হারাতে চায় না। সরকারের উচিত এবিষয়ে জোরালো পদক্ষেপ নেয়া।
৪. ব্রডব্যান্ড
ভারতের ব্রডব্যান্ড পাকিস্তানের চেয়েও নিচু মানের। একদিকে খরচ বেশি অন্যদিকে স্পিড হাস্যকর। সেবাদাসকারীরা তাদের ব্যন্ডউইডথ ব্যবহার করছেন না এবং সরকার তাদের সেটা করতে বাধ্য করছেন না।
(মান্নান কাকার বলছেন তিনি ব্যবহার করছেন ৫১২কেবিপিবএস এবং মাসিক সর্বোচ্চ ২০জিবি ব্যবহারযোগ্য লাইনে। বাংলাদেশের ব্যবহারকারীরা আক্ষেপ করতে পারেন।)
৫. ভুল মানুষ কর্তৃত্ব করছে
যারা কর্মকর্তা হিসেবে রয়েছে তারা হয় কাজ করতে চান না অথবা জানেন না কিভাবে কাজ করতে হয়। সরকার অনেক ক্ষেত্রেই নিজেদের নিয়ন্ত্রন বজায় রেখেছে যেখানে আরো স্বাধিনতা পেলে ভারতীয়রা এক্ষেত্রে আরো ভালো করতে পারে।
from ZDNet

No comments:

Post a Comment