August 5, 2010

গুগলের মাল্টিপল সাইন-ইন Google releases multiple sign-in

একাধিক গুগল একাউন্ট ব্যবহারের সময় নিশ্চয়ই এক একাউন্ট থেকে আরেক একাউন্টে যেতে সমস্যা হয়। এর সমাধান দিচ্ছে গুগল মাল্টিপল একাউন্ট সাইন-ইন নামের পদ্ধতিতে। এই পদ্ধতিতে এক একাউন্টে ঢোকার পর সেখান থেকেই অন্য একাউন্টের তথ্য ব্যবহার করা যাবে। এছাড়া সার্চ হিষ্টরি নামে এক ফিচারের মাধ্যমে বিভিন্ন একাউন্ট ব্যবহার করে সার্চ করার তথ্য জানা যাবে।
সার্চ হিষ্টরি বিষয়টি দেখা যাক। যে কোন একাউন্টে ঢুকে গুগলের প্রথম পেজে হিষ্টরি লেখা লিংকে ক্লিক করুন। ডেস্কটপ, এন্ড্রয়েড, আইফোন ইত্যাদি ব্যবহার করে যে পেজগুলি সম্প্রতি ব্যবহার করেছেন তার লিষ্ট পাওয়া যাবে।
ইচ্ছে করলেই এই লিষ্ট থেকে কিছু মুছে দিতে পারেন কিংবা এই ফিচার বন্ধ করে দিতে পারেন। সেটিং অংশে গিয়ে এই কাজ করতে হবে।
মাল্টিপল সাইন-ইন এনাবল করার পর ৩টি পর্যন্ত একাউন্টের তথ্য একসাথে ব্যবহার করা যাবে। এরমধ্যে রয়েছে জিমেইল, ক্যালেন্ডার, রিডার, কোড এবং সাইট। এখন পর্যন্ত ইউটিউব এতে যোগ করা হয়নি। মুল একাউন্ট থেকে বাইরে গেলে সবগুলি থেকে বাইরে যাওয়ার কাজ করবে।
সব একাউন্টে এই মুহুর্তে হয়ত এটা ব্যবহার করা যাবে না। গুগল জানিয়েছে এই সুযোগ সবাইকে দেয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে।

No comments:

Post a Comment