সানিওর নতুন এই ওয়াটারপ্রুফ ডুয়াল ক্যামেরা ব্যবহার করে ফুল হাই ডেফিনিশন ভিডিও করা যাবে, ১৪ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে, এবং তা করা যাবে ১০ ফুট পানির নিচেও। এক কার্ডে ৮ ঘন্টার ভিডিও রাখা যাবে। আর সাধারন ভিডিও তো করা যাবেই। ক্যামেরার দাম ৩৫০ ডলার।
ঘরে-বাইরে-খারাপ আবহাওয়ায় কিংবা পানির নিচে সব যায়গায় তোলার জন্য বিশেষভাবে এই ক্যামেরা তৈরী। হাতের সাথে মানানসই ডিজাইন, পকেটে করে বয়ে বেড়ানোর মত ছোট। এতে এমপেগ ৪ এভিসি/এইচ.২৬৪ ফরম্যাট ব্যবহার করায় ভিডিওর মান এবং যায়গার স্বল্পতা দুদিকেই সুবিধে পাওয়া যাবে। রেকর্ড করা ভিডিও সহজে এডিট করে অন্য মাধ্যমে ব্যবহার করা যাবে।
এতে ডাবল রেঞ্জ জুম ব্যবহার করা হয়েছে যা দিয়ে ১২এক্স জুম পাওয়া যাবে (৪০মিমি থেকে ৪৮০ মিমি) এছাড়া হাইস্পিড শ্যুটিং মোডে সেকেন্ডে ৭টি করে ২২টি ছবি উঠানো যাবে।
এতে এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ড ব্যবহার করা যাবে। ব্যাটারীর ফুল চার্জে ফুল হাইডেফিনিশন ভিডিও করা যাবে ১ ঘন্টা। ক্যামেরায় মিনি এইচডিএমআই এবং ইউএসবি কানেকটিভিটি রয়েছে।
এর রঙ উজ্জল হলুদের সাথে ধুসর। বাজারে পাওয়া যাবে আগষ্ট থেকেই।
No comments:
Post a Comment