ফেরোইলেকট্রিক শব্দটির মধ্যে বিশেষ কিছু নেই। অনেকদিন ধরেই এনিয়ে কাজ চলছে। জাপানের তোহোকু ইউনিভার্সিটির গবেষকরা ফেরোইলেকট্রিক ডাটা ষ্টোরেজ ব্যবহারে নতুন রেকর্ড গড়েছেন। বলা হচ্ছে এটা বর্তমানের ম্যাগনেটিক হার্ড ড্রাইভ কিংবা ফ্লাশ মেমোরীকে বাতিল করতে পারে।
গবেষনায় তারা প্রতি বর্গইঞ্চি পরিমান যায়গায় ৪ ট্রিলিয়ন বিট তথ্য রাখতে সমর্থ হয়েছেন। সত্যিকারের কাজের পদ্ধতি বেশ জটিল। একাজে ননলিনিয়ার ডায়ালেকটিক মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়েছে।
সাধারন ব্যবহারকারীদের দৃষ্টিতে দেখলে, প্রথম প্রশ্ন, কতদিনে এর ব্যবহার শুরু হবে। এবিষয়ে কোন ধারনা দেয়া হয়নি।
No comments:
Post a Comment