ফুজিতসুর ল্যাপটপ এএইচব৫৩০ বাজারে পাওয়া যায় আগে থেকেই। একে এএইচ৫৩০ জিএফএক্স নামে নতুনভাবে বাজারে আনা হচ্ছে। পার্থক্য, এতে যোগ করা হয়েছে ১ গিগাবাইট ডেডিকেটেড মেমোরীসহ এক্সটারনাল গ্রাফিক্স কার্ড। আগের অন্য সবকিছু আগের মতই।
১৫.৬ ইঞ্চি গ্লসি ডিসপ্লের এই ল্যাপটপের সাথে ইচ্ছে করলে নেয়া যায় কোর আই৩, আই৫ কিংবা আই৭ প্রসেসর, ৮ গিগাবাইট পর্যন্ত র্যাম, ৫০০ গিগাবাইট পর্যন্ত হার্ডডিস্ক। ডিভিডি কিংবা ব্লু-রে পছন্দ করার সুযোগ রয়েছে। এছাড়া এতে এইচডিএমআই পোর্ট রয়েছে।
কানেকটিভিটি হিসেবে রয়েছে ওয়াইফাই বি/জি/এন, ব্লুটুথ ২.১, ৩টি ইউএসবি ২.০ পোর্ট, ভিজিএ আউটপুট, গিগাবিট ইথারনেট।
আগষ্ট থেকেই এটা বাজারে পাওয়া যাবে। তবে এখনো দাম জানানো হয়নি।
No comments:
Post a Comment