ইংল্যান্ড ক্রিকেট দলের সদস্যদের জন্য টুইটার এবং ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। দলের অধিনায়ক এন্ড্রু ষ্ট্রাউস এবং কর্মকর্তারা একমত হয়ে ক্রিকেট বোর্ডের আইনে এবিষয়ে নতুন ধারা সংযুক্ত করেছেন বলে জানা গেছে।
কর্মকর্তারা মনে করেন এধরনের সোস্যাল নেটওয়ার্ক সাইট ব্যবহারের কারনে ড্রেসিং রুমের তথ্য বাইরে যেতে পারে। এর আগে জাতিয় দলের টিম ব্রেসনান এবং অনুর্ধ ১৯ দলের অধিনায়ক আজিম রফিক এধরনের কাজ করেছেন। রফিককে এক ম্যাচ খেলার বাইরে রাখায় তিনি কোচ সম্পর্কে মন্তব্য লিখেছিলেন এবং ফল হিসেবে তাকে ১ ম্যাচের জন্য সাসপেন্ড হতে হয় এবং ৫০০ পাউন্ড জরিমানাও দিতে হয়।
টুইটার ব্যবহারে গ্রায়েম সোয়ান, জিমি এন্ডারসন, কেভিন পিটারসন এবং ষ্টিভেন ফিন নিয়মিত। দেড় লক্ষের মত টুইটার ফলোয়ার রয়েছে তাদের। সোয়ান এবং এন্ডারসনের মধ্যে রীতিমত এবিষয়ে প্রতিযোগিতা চলছিল।
No comments:
Post a Comment