জেলব্রেক কিংবা অন্য কোন পদ্ধতিতে আনলক করা আইফোন এবং অন্যান্য ডিভাইসকে অকেজো করে দেয়ার প্রযুক্তির জন্য পেটেন্ট আবেদন করেছে এপল। সিগন্যালের মাধ্যমে যদি জানা যায় সেটটি নির্দিষ্ট ব্যক্তির বাইরে ব্যবহৃত হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দেয়া যাবে। যদিও মার্কিন সরকার এপল অনুমোদন করে না এমন কোড ব্যবহারকে বৈধ ঘোষনা করেছে, তারপরও এপল ক্ষমতা নিজের হাতে রাখতে আগ্রহি।
বর্তমানে মোবাইল প্রযুক্তিতে এমন ব্যবস্থা রয়েছে, যদি হ্যান্ডসেট হারিয়ে যায় বা চুরি হয় তাহলে রিমোট পদ্ধতিতে তার তথ্য মুছে দেয়া যায় বা কপি করা যায়। এপল এই পদ্ধতিতেই কাজটি করবে। কোন সেটের জেলব্রেক করা হয়েছে কিনা, আনলক করা হয়েছে কিনা কিংবা অন্য সিম ব্যবহার করা হয়েছে কিনা সেটা যাচাই করবে। ফোনের মেমোরী ব্যবহার যদি বৃদ্ধি পায় তার অর্থ সেখানে অবৈধ প্রোগ্রাম ব্যবহার করা হচ্ছে, অনেকটা এই নিয়মে।
যদিও উল্লেখ করা হয়েছে চুরি ঠেকাতে এই ব্যবস্থা কিন্তু বাস্তবে বৈধ ব্যবহারকারীকেও সীমাবদ্ধতার মধ্যে আনা যাবে এরফলে।
No comments:
Post a Comment