ক্যানন জানিয়েছে তারা সফলভাবে এপিএস-এইচ সিমোস সেন্সর আবিস্কার করেছে। এটা ব্যবহার করে ১২০ মেগাপিক্সেল (১৩,২৮০-৯,১৮৪) ছবি উঠানো যাবে। এই মাপের (২৯.২ – ২০.২ মিমি) সেন্সরের জন্য এটা বিশ্বের সবচেয়ে বেশি রেজ্যুলুশন।
বর্তমানের ক্যাননের সবচেয়ে বেশি রেজ্যুলুশনের ক্যামেরা ইওস ১ডিএস মার্ক ৩ এবং ইওস ৫ডি মার্ক এর সেন্সর ৩৫ মিমি ফিল্মের সমান, এবং রেজ্যুলুশন ২১.১ মেগাপিক্সেল। ২০০৭ সালে তারা এপিএস-এইচ সেন্সর তৈরী করে যা ৫০ মেগাপিক্সেল।
এতে প্যারালাল প্রসেসিং ব্যবহার করা হয়েছে। এছাড়া এর মাত্র ১৬ ভাগের একভাগ ব্যবহার করেই ফুল হাই ডেফিনিশন ভিডিও পাওয়া যাবে।
বাস্তবে এটা ফিল্মের মানকে ছাড়িয়ে যেতে সক্ষম উচু মানের মুভি তৈরীতেও ভুমিকা রাখবে।
No comments:
Post a Comment