নোকিয়া তাদের ৫২৫০ মোবাইল হ্যান্ডসেটের আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছে। এর তথ্য আগেই প্রকাশ পেয়েছিল। আজই পরের দিকে এর বিস্তারিত বর্ননা জানানো হবে নোকিয়ার পক্ষ থেকে।
আপডেট : আর অপেক্ষা করা প্রয়োজন নেই। নোকিয়া ফোনের বিস্তারিত জানিয়েছে। ২.৮ ইঞ্চি সাইজের টাচস্ক্রিন ডিসপ্লে রেজ্যুলুশন ৬৪০-৩৬০ (১৬:৯), ব্যাটারী লাইফ ১৮ দিন ষ্ট্যান্ডবাই, ৭ ঘন্টা টক টাইম, ২৪ ঘন্টা গান শোনার যাবে। এর দাম ১৪৬ ডলার।
এতে অপারেটিং সিষ্টেম হিসেবে এস৬০ ৫ম ভার্শন ব্যবহার করা হয়েছে। অন্যান্যদের মধ্যে রয়েছে গিটার হিরো ৫ প্রি-ইনষ্টল, মিডিয়া প্লেয়ার এবং এফএম রেডিও। কানেকটিভি হিসেবে রয়েছে জিএসএম, জিপিআরএস, এজ। ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ইন্টারনাল মেমোরী ৫১ মেগাবাইট, মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১৬ গিগাবাইট ব্যবহার করা যাবে।
এবছর শেষদিকে এটা বাজারে পাওয়া যাবে।
No comments:
Post a Comment