খুব সহজে উচুমানের ছবি প্রিন্ট করার জন্য সেলফি সিপি৮০০ প্রিন্টারের ঘোষনা দিয়েছে ক্যানন। ছোট আকারের এই প্রিন্টার ব্যবহার যেমন সহজ, তেমনি আকারে ছোট এবং দাম কম। এর ২.৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করে সরাসরি মেমোরী কার্ড থেকে ছবি দেখা, এডিট করা এবং প্রিন্ট করা যাবে।
ভাল ছবির জন্য স্কিন টোন, ইমেজ অপটিমাইজার, ব্রাইটনেস, শার্পনেস, নয়েজ রিডাকশন, ফেস ডিটেকশন কিংবা ব্যাকলাইট কারেকশন এই বিষয়গুলি ক্যামেরা এবং ইমেজ এডিটিং সফটঅয়্যারে ব্যবহার করা হয়। ক্যানন এই প্রিন্টারে এই সুবিধেগুলি যোগ করেছে। কাজেই এর প্রিন্ট হবে মনের মত।
এতে ৪-৬ ইঞ্চি ছবি প্রিন্ট করতে সময় নেবে ৪৭ সেকেন্ড। ছবির স্থায়িত্ব ১০০ বছর। কম্পিউটারের সংযোগ ছাড়াই ব্যবহারের সুবিধে থাকায় ব্যবহারের জটিলতা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। ব্যাটারী ব্যবহার করে যে কোনখানে প্রিন্টার নিয়ে প্রিন্ট করা যাবে।
এর দাম ৯৯.৯৯ ডলার। সাদা এবং কালো দুটি রঙে এই প্রিন্টার পাওয়া যাবে।
No comments:
Post a Comment