এপল তাদের ম্যাক প্রো এর ঘোষনা দিয়েছিল বেশ কিছুদিন আগে। এখন সেটা কিনতে পাওয়া যাচ্ছে। তবে অল্প দামে এটা ধরে নেবেন না। কারনটাও অনুমেয়, এতে ব্যবহার করা হয়েছে দুটি ৬ কোর ইন্টেল জিয়ন প্রসেসর। সেইসাথে অত্যন্ত উচু মানের গ্রাফিক্স কার্ড এবং এসএসডি ড্রাইভ।
সবচেয়ে কমদামী মডেলের ম্যাক প্রো (২,৫০০ ডলার) এ রয়েছে ২.৮ গিগাহার্টজ কোয়াড কোর জিয়ন প্রসেসর। সাথে ১ টেরাবাইট হার্ডডিস্ক এবং ১ গিগাবাইট ডিডিআর৫ মেমোরী সহ এটিআই রেডঅন এইচডি ৫৭৭০। এটা যদি যথেষ্ট মনে না হয় তাহলে নিতে পারেন কোয়াড কোর কিংবা ৬-কোর জিয়ন প্রসেসর। ৮-কোর (২টি কোয়াড কোর) ম্যাক প্রো এর দাম ৩,৫০০ ডলার আর ১২ কোর (২টি ৬-কোর) এর দাম ৫,০০০ ডলার। দুটিতেই রয়েছে ৬ গিগাবাইট র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক এবং উল্লেখ করা গ্রাফিক্স কার্ড।
ইচ্ছে করলে কাষ্টমাইজ করে ২ টেরাবাইট হার্ডডিস্ক, ৫১২গিগাবাইট এসএসডি, ৩২ গিগাবাইট র্যাম, ২টি এটিআই রেডঅন এইচডি ৫৫৭০ ১ গিগাবাইট অথবা ১টি ৫৮৭০ ১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড নিতে পারেন।
No comments:
Post a Comment