August 10, 2010

এপলের ১২ কোর ম্যাক প্রো 12 core Mac Pro

এপল তাদের ম্যাক প্রো এর ঘোষনা দিয়েছিল বেশ কিছুদিন আগে। এখন সেটা কিনতে পাওয়া যাচ্ছে। তবে অল্প দামে এটা ধরে নেবেন না। কারনটাও অনুমেয়, এতে ব্যবহার করা হয়েছে দুটি ৬ কোর ইন্টেল জিয়ন প্রসেসর।  সেইসাথে অত্যন্ত উচু মানের গ্রাফিক্স কার্ড এবং এসএসডি ড্রাইভ।
সবচেয়ে কমদামী মডেলের ম্যাক প্রো (২,৫০০ ডলার) এ রয়েছে ২.৮ গিগাহার্টজ কোয়াড কোর জিয়ন প্রসেসর। সাথে ১ টেরাবাইট হার্ডডিস্ক এবং ১ গিগাবাইট ডিডিআর৫ মেমোরী সহ এটিআই রেডঅন এইচডি ৫৭৭০। এটা যদি যথেষ্ট মনে না হয় তাহলে নিতে পারেন কোয়াড কোর কিংবা ৬-কোর জিয়ন প্রসেসর। ৮-কোর (২টি কোয়াড কোর) ম্যাক প্রো এর দাম ৩,৫০০ ডলার আর ১২ কোর (২টি ৬-কোর) এর দাম ৫,০০০ ডলার। দুটিতেই রয়েছে ৬ গিগাবাইট র‌্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক এবং উল্লেখ করা গ্রাফিক্স কার্ড।
ইচ্ছে করলে কাষ্টমাইজ করে ২ টেরাবাইট হার্ডডিস্ক, ৫১২গিগাবাইট এসএসডি, ৩২ গিগাবাইট র‌্যাম, ২টি এটিআই রেডঅন এইচডি ৫৫৭০ ১ গিগাবাইট অথবা ১টি ৫৮৭০ ১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড নিতে পারেন।

No comments:

Post a Comment