August 10, 2010

ওসান আর্ট ফটোগ্রাফি প্রতিযোগিতা UWPG Ocean Art Photography Competition

বাংলাদেশে পানির নিচে ছবি উঠানোর সুযোগ খুব বেশি নেই। কাজেই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি বিষয়টি অনেকের কাছেই অপরিচিত। আন্ডারওয়াটার ফটোগ্রাফি গাইড প্রথমবারের মত ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে। মোট ১১টি বিভাগের মধ্যে রয়েছে নবীন এসএলআর ব্যবহারকারীদের এবং ৩টি বিভাগে কম্প্যাক্ট ক্যামেরার জন্য পৃথক ব্যবস্থা। পুরস্কার ৬৩ হাজার ডলারের বেশি অর্থ পুরস্কার। সেইসাথে স্কুবা ডাইভিং এর জন্য বিশ্বখ্যাত যায়গায় বিনা খরচে বেড়ানোর ব্যবস্থা।
প্রতিযোগিতায় ছবি পাঠাতে হবে ১৪ নভেম্বর ২০১০ এর মধ্যে। প্রতিযোগিতার অংশগ্রহনের বিস্তারিত নিয়ম জানা যাবে এখানে;

No comments:

Post a Comment