August 10, 2010

লিখবেন কলমের মত, মুছবেন পেনসিলের মত Sharpie Liquid Pencil

পেনসিলের একটি বড় বৈশিষ্ট, প্রয়োজন মনে করলেই কোন অংশ মুছে দেয়া যায়, তারপর নতুনভাবে লেখা যায়। আর সমস্যা হচ্ছে এর মাথা ভেঙে যাওয়ার সম্ভাবনা। সেইসাথে সবসময় ধারালো করার বিষয়টি তো আছেই। এরই সমাধান দিচ্ছে শার্পি লিকুইড পেনসিল। এতে লেখা হবে কলমে, তরল গ্রাফাইট দিয়ে, লেখার পর সেটা মুছে দেয়া যাবে, আর লেখা শেষ হলে সেটা হবে মার্কারের মত স্থায়ী।
শার্পি ব্লগ জানাচ্ছে সেপ্টেম্বরে এটা বাজারে বিক্রি শুরু হবে। দাম দুটি পেনসিল এবং ৬ ইরেজারের প্যাকেট ৫ ডলার।
একথা ঠিক এটা একেবারে পেনসিলের মত কাজ করবে না। আপনি ধাতব নিব ব্যবহার করে লিখছেন কাজেই কালি উঠিয়ে ফেললেও যে চাপ দেয়া হয়েছে সেটা থেকে যাবে। তারপরও বাজারে অন্যন্য যেকোন কলমের থেকে উন্নত।
মজার বিষয় হচ্ছে প্যাকেটের গায়ে লেখা আছে এটা স্থায় হতে সময় নেয় ২৪ ঘন্টা, আর তাদের ব্লগে উল্লেখ করা হয়েছে ৩ দিন। কোনটি ঠিক জানার জন্য অপেক্ষা করতে হবে হাতে পাওয়া পর্যন্ত।

No comments:

Post a Comment