প্রয়োজনের মুহুর্তে দেখলেন ব্যাটারীতে চার্জ নেই, এমন অবস্থা কমবেশি সবারই হয়েছে নিশ্চয়ই। চার্জার খুজে পাচ্ছেন না, কিংবা হাতে সময় নেই। ব্যাটারীটা হাতে নিয়ে একটু ঝাকিয়ে নিন। সেটা কাজের জন্য তৈরী। এমন ব্যাটারী তৈরী করেছে জাপানের প্রিন্টার নির্মাতা ব্রাদার। এধরনের এএ এবং এএএ ব্যাটারী বিক্রি শুরু হয়েছে।
অবশ্য এই ব্যাটারীকে বেশি শক্তি ব্যবহার করে এমন কিছুতে (যেমন ক্যামেরা) ব্যবহার করা যাবে না। এর শক্তি নিতান্তই কম। বড়জোর টিভির রিমোট কিংবা দেয়াল ঘড়িতে ব্যবহার করা যাবে।
আশা করা যায় ভবিষ্যতে আরেকটু বড় আকারের ব্যাটারীতে আরো বেশি কিছু চালানো যাবে।
No comments:
Post a Comment