July 18, 2010

এপলের দাবীকে চালেঞ্জ করেছে এইচটিসি-রিম-নোকিয়া HTC, RIM and Nokia Challenge Apple's Antenna Claims

শুরু থেকেই সমালোচনার সামনে পরেছে এপলের নতুন আইফোন ৪। বিশেষ যায়গায় হাত পড়লে নেটওয়ার্ক পাওয়া যায় না। নানাভাবে এর সমাধান দিতে চেষ্টা করছে এপল। ঠিকভাবে ধরার পরামর্শ, বিনামুল্যে আবরন দেয়া, ওএস আপডেট করা সবকিছুই। সেইসাথে প্রচারনাও চালাচ্ছে। এরই এক বক্তব্য ছিল সব মোবাইল ফোনেই এন্টেনার এধরনের সমস্যা রয়েছে। সাথেসাথেই এর প্রতিবাদ করেছে এপলের প্রতিদ্বন্দি এইচটিসি, রিম এবং নোকিয়া।
রিমের (ব্লাকবেরি নির্মাতা) বক্তব্য তারা এন্টনা তৈরী বিশ্বে নেতৃত্ব দিচ্ছে এবং গত ২০ বছর ধরে অয়্যারলেস ডাটা ট্রান্সফার প্রযুক্তিতে দক্ষতা দেখিয়ে আসছে। অন্তত তাদের ব্লাকবেরি ব্যবহারের জন্য পৃথক কেসিং কখনো প্রয়োজন হয়নি।
নোকিয়া বলছে তারা এন্টনাকে অন্য সবকিছুর মতই সমান গুরুত্ব দেয়। ফোন কিভাবে ধরলে ঠিকভাবে ফোন করা, গান শোনা, ওয়েব ব্রাউজ করা যাবে এবিষয়ে তারা সবসময়ই গবেষনা করে। একারনে তারা এমনভাবে এন্টেনা ব্যবহার করে যেন ব্যবহারকারী যে কোনহাতে ধরলেও কোন সমস্যা না হয়। এপল অন্যদের কথা তুলে নিজেদের ত্রুটি ঢাকার চেষ্টা করছে।
এপল উদাহরন হিসেবে ড্রয়েড দেখিয়ে সেটার সমস্যা সবচেয়ে বেশি। ড্রয়েড নির্মাতা এইচটিসি জানিয়েছে মাত্র ০.০১৬ শতাংশ ক্রেতা সিগন্যালের সমস্যার জন্য অভিযোগ জানিয়েছে। এপল দাবী করেছিল এই পরিমান ০.৫৫ ভাগ যা এপলের সমান।
অনেকে বলছেন এপলের প্রতিক্রিয়ায় সত্যিকারের আক্রমন এখনও করা হয়নি। এপল নিজেও হয়ত চায় বিষয়টি যেন চাপা পড়ে যায়। বাস্তবে আইফোন ৪ এর মত এত প্রবল অভিযোগ অন্য কারো ক্ষেত্রেই শোনা যায়নি।

No comments:

Post a Comment