July 17, 2010

শার্পের ট্রিপল লেয়ার ব্লু-রে ডিস্ক Sharp VR-100BR1 Triple-Layer Blu-ray Disc

শার্প জানিয়েছে তারা ট্রিপল লেয়ার ব্লুরে ডিস্ক তৈরী করেছে। রাইট-ওয়ানস ধরনের এই ডিস্কের ধারনক্ষমতা ১০০ গিগাবাইট, বর্তমানের ডুয়াল লেয়ার ধারনক্ষমতা ৫০ গিগাবাইটের দ্বিগুন। অনেক বেশি পরিমান হাই-ডেফিনিশন ভিডিও ধারনে সক্ষম এই ডিস্ক ৩০ জুলাই থেকে পাওয়া যাবে।
ভিআর-১০০বিআর নামের বিডিএক্সএল স্পেসিফিকেশনের এই মিডিয়ায় আনুমানিক ১২ ঘন্টার ডিজিটাল টিভি প্রোগ্রাম রাখা যাবে। অর্থাত একাধিক পর্বের টিভি অনুষ্ঠান মান ঠিক রেখেই একই ডিস্কে রাখা যাবে।
এতে হার্ড কোট প্রসেস নামে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ডিস্ককে ঘসা লাগা থেকে রক্ষা করবে। ব্যবহারকারী ডিস্কের ওপর সরাসরি প্রিন্ট করতে পারবেন।

No comments:

Post a Comment