July 17, 2010

ইন্টারনেট নিরপেক্ষতায় চিলি প্রথম Chile becomes first to guarantee net neutrality

বিশ্বের প্রথম দেশ হিসেবে ইন্টারনেট নিরপেক্ষতার খাতায় নাম লিখিয়েছে দক্ষিন আমেরিকার দেশ চিলি। প্রায় সর্বসম্মতিক্রমে সেখানে বিল পাশ করা হয়েছে এবিষয়ে। এই আইনের আওতায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি (আইএসপি) সব ধরনের বিষয়, সেবা, সফটঅয়্যার ইত্যাদি সকলের জন্য উন্মুক্ত রাখতে বাধ্য থাকবে। অর্থাত ইন্টারনেট ব্যবহারের সময় বিষয়, বক্তব্য, সফটঅয়্যার, সেবা, সুত্র ইত্যাদি কোনকিছুই বিবেচনায় এনে কোনধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। সেইসাথে ইন্টারনেট ব্যবহারকারীর গোপনিয়তা রক্ষা করতে হবে।
বিষয়টি বিতর্কিত সন্দেহ নেই। অনেকের অভিযোগ প্রকাশ্য-অপ্রকাশ্য সেন্সরের মাধ্যমে সব দেশেই মত প্রকাশে বাধা দেয়া হয়। অনেক রাজনীতিবিদই নানাধরনের সেন্সরের পক্ষে। এজন্য সহিংসতা, পর্নোগ্রাফি থেকে শুরু করে নানারকম বক্তব্য তুলে ধরা হলেও অনেকের মতে মুল বিষয়টি রাজনৈতিক। চীনকে উদাহরন হিসেবে সামনে দেখালেও কাজটি কমবেশি সবদেশেই করা হয়।
অন্তত চিলির রাজনীতিবিদরা বিষয়কে সেভাবে দেখছেন না। তাদের কাছে ইন্টারনেট স্বাধিনভাবে ব্যবহারের জন্যই।

No comments:

Post a Comment