July 6, 2010

স্যামসাং এইচএমএক্স-এইচ২০০ ক্যামকোর্ডার রিভিউ Samsung HMX-H200 Camcorder Review

স্যামসাং এর এই ভিডিও ক্যামেরা প্রাথমিক পর্যায়ের কমদামের ফুল হাই ডেফিনিশন ক্যামেরা। ৪০০ ডলারের কম দামে ১৯২০-১০৮০ রেজ্যুলুশন ভিডিও করা যায়। কাজেই এতে একেবারে অত্যাধুনিক সব বিষয় থাকবে এটা ধরে না নেয়াই ভাল। তারপরও সাধারনভাবে কাজ করতে কোন সমস্যা নেই।
এতে ২০ এক্স অপটিক্যাল জুম স্নাইডার ক্রুজনাচ লেন্স ব্যবহার করা হয়েছে। সামনে অটোমেটিক লেন্স কাভারের পরিবর্তে বিল্টইন ম্যানুয়েল কাভার। সুইচ ব্যবহার করে অন-অফ করতে হয়।
৫৯ ডিগ্রী ওয়াইড এঙ্গেল লেন্স ওয়াইড ভিডিও করার জন্য উপযোগি। ফোকাল রেঞ্জ ৩.২মিমি-৬৪মিমি, এপারচার এফ/১.৮ – এফ/৩.৭। ১/৪.১ সিমোস সেন্সর। ২.৭ ইঞ্চি ডিসপ্লে টাচস্ক্রিন। এখানে কুইক মেনু বাটন দেয়া হয়েছে এবং সেকেন্ডারী জুম বাটন রয়েছে।
ব্যাকলাইট কমপেনশেসন, অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, স্মার্ট অটো ইত্যাদির জন্য পৃথক বাটন রয়েছে ক্যামেরাতে।
এর ডিজাইন এবং ইন্টারফেস খুব সরল হওয়ায় ব্যবহার সহজ। সাধারনভাবে এক্ষেত্রে নতুন কিছু করার জন্য স্যামসাং পরিচিত হলেও এই ক্যামেরার ক্ষেত্রে সেটা করা হয়নি, সাধারন অন্যান্য ক্যামেরার মতই রাখা হয়েছে সবকিছু।
টাচস্ক্রিনের সেনসিটিভিটি কখনো কখনো বিরক্তি আনতে পারে। কখনো দেখা যায় কয়েকবার চেষ্টা করার পর তা কাজ করে (অধিকাংশ ক্যামেরার টাচস্ক্রিনেই এধরনের সমস্যা রয়েছে)। বিশেষ করে অনেক ম্যানুয়েল কন্ট্রোলের যখন অন্য ব্যবস্থা নেই তখন বিরক্তি আসতেই পারে। এর অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবস্থা উল্লেখ করার মত ভাল বিষয়।
পর্যাপ্ত আলো থুকলে খুব ভাল মানের ভিডিও পাওয়া যায়। নয়েজ লেভেল একেবারেই কম। কালার একুরেসি, শার্পনেস মানানসই। তবে কম আলোর ভিডিও ততটা সন্তোসজনক না।
বিভিন্ন মান এবং রেজ্যুলুশনের ভিডিও করার ব্যবস্থা রয়েছে। ৩০পি বা ২৪পি মোড নেই। সাটার প্রায়োরিটি, এপারচার প্রায়োরিটি মোড ব্যবহার করা যায়।  ১৮৮০-১৬২০ (৪.৭ মেগাপিক্সেল) এবং ১৯২০-১০৮০ (২ মেগাপিক্সেল) রেজ্যুলুশন ষ্টিল ছবি উঠানো যায়। ষ্টিল ছবির জন্য উল্লেখ করার মত বিশেষ সেটিং এর ব্যবস্থা নেই।
এতে এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করতে হবে ভিডিওর বা ছবির জন্য। তাদের এইচ-১০৬ মডেলের মত সেকেন্ডারী মিডিয়া (ইন্টারনাল মেমোরী) ব্যবস্থা নেই।
এর ব্যাটারীর পারফরমেন্স খুবই ভাল। ২ ঘন্টা ২৬ মিনিট ভিডিও করা যায় এক চার্জে। এই পর্যায়ের অন্যান্য ক্যামেরা থেকে ভাল। ব্যাটারীসহ এর ওজন ২৮৩ গ্রাম।
এই মডেল ক্যামেরা হিসেবে বিশেষভাবে উল্লেখ করার মত হয়ত না, কিন্তু এই পর্যায়ের অন্যান্য ক্যামেরার দাম যেহেতু এরচেয়ে বেশি সেহেতু বিবেচনায় রাখা যেতে পারে।

No comments:

Post a Comment