এলজি জানিয়েছে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম ভিত্তিক উচুমানের ট্যাবলেট তারা এবছরই শেষদিকে বিক্রি শুরু করবে। এর বিস্তারিত তারা জানায়নি তবে এর আগে উইন্ডোজ ৭ ভিত্তিক ইউএক্স-১০ নামে একটি ট্যাবলেটের কথা জানিয়েছিল। এতে ১০.১ ইঞ্চি এলইডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে, ইন্টেল এটম জেড৫৩০ প্রসেসর, ১ গিগাবাইট ডিডিআর২ র্যাম, ওয়াই-ফাই, এসডি কার্ড স্লট এবং এইচডিএমআই পোর্ট থাকবে।
ধারনা করা যায় এন্ড্রয়েডভিত্তিক ট্যাবলেট এর সবকিছু এটার মতই হবে। দুটি মোটামুটি একই সময়ে বাজারে আসবে বলে মনে করা হচ্ছে।
No comments:
Post a Comment