July 5, 2010

স্যামসাং গ্যালাক্সি এস, ১০ দিনে ২ লক্ষ বিক্রি 200,000 Samsung Glaxy S phones sold in South Korea in 10 days

স্যামসাং এর গ্যালাক্সি এস ১০ দিনে বিক্রি হয়েছে ২ লক্ষ, শুধুমাত্র কোরিয়ায়। কোরিয়ানদের কাছে এটা এপলের আইফোন এর চেয়েও প্রিয়। গতবছর বিক্রি শুরু হওয়া আইফোন থ্রিজিএস এপর্যন্ত বিক্রি হয়েছে ৮ লক্ষ, আর ২৪ জুন বাজারে আসা গ্যালাক্সি এস এরই মধ্যে ২ লক্ষ বিক্রি হয়েছে।
স্যামসাং এপ্রসংগে বলেছে তাদের হ্যান্ডসেট এপলের সেটের চেয়ে বেশি কার্যকর।
এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের গ্যালাক্সি এস বর্তমানে একটি সিরিজে পরিনত হয়েছে। এর আই৯০০০ মডেলে রয়েছে ১ গিগাহার্টজ আরম প্রসেসর, ৪ ইঞ্চি সুপার এমোলেড ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, হাই ডেফিনিশন ভিডিও এবং সব ধরনের কানেকটিভিটি।

No comments:

Post a Comment