July 5, 2010

১০ লক্ষ ডলারের পুরম্কার প্রত্যাখান Grigori Perelman has turned down a million-dollar prize

রাশিয়ার গণিতবিদ গ্রিগরি পেরেলম্যান এর নাম কি আপনার পরিচিত ? হয়ত না। এধরনের ব্যক্তির প্রচার খুব একটা হয় না।
মার্চে তারজন্য ১০ লক্ষ ডলারের পুরস্কারের ঘোষনা করে ক্লে ম্যাথমেটিকস ইনষ্টিটিউট। মিলেনিয়াম নামে এক সমস্যা সমাধানের জন্য এই পুরস্কার দেয়া হয় তাকে। গত ১০০ বছর ধরে এই সমস্যার সমাধান খুজছেন গনিতবিদরা। তিনি সমাধান করেও সেই পুরস্কার নিতে অস্বিকৃতি জানিয়েছেন।
পেরেলম্যানের জন্য এটা নতুন ঘটনা না। এর আগেও তিনি পুরস্কার নিতে অস্বিকার করেছেন। গনিতের জন্য প্রাতিষ্ঠানিক কোন সংস্থা তিনি স্বিকার করেন না।
পেরেলম্যান সম্পর্কে আরো দুচারকথা জেনে রাখুন। তার জন্ম ১৯৬৬ সালে ১৩ জুন লেনিনগ্রাদে (বর্তমান সেইন্ট পিটার্সবুর্গ)। একসময় গ্রিসা পেরেলম্যান নামে পরিচিত ছিলেন। ১৯৮২ সালে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে পুরো নম্বর পেয়ে স্বর্নপদক পান।
রাইম্যানিয়ান জিওমেট্রি এবং জিওমেট্রিক টপলজি বিষয়ের অবদানের জন্য বিশ্বখ্যাত। ১৯০৪ সাল থেকে এই সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছেন গনিতবিদরা। ২০০৬ সালে তিনি এর সমাধান দেন। তাকে পুরস্কার দিলে তিনি সেটা নিতে অস্বিকার করেন। মার্চের ১৮ তারিখে তাকে ১০ লক্ষ ডলার পুরস্কার দেয়ার ঘোষনা দেয়া হয়। ১ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যান করেন।
জীবনে বেশ কিছু সময় শিক্ষকতা করলেও বর্তমানে নির্জন জীবনযাপন করেন।

No comments:

Post a Comment