July 10, 2010

বাথরুমে ডিজিটাল প্রযুক্তি Renshui rethinks the bathroom

প্রযুক্তি সবযায়গায় ব্যবহার হবে এটাই স্বাভাবিক। এমনকি বাথরুমেও। তবে সেটা কোন পর্যায়ের হতে পারে করে দেখিয়েছে চীনের কোম্পানী রেনসুই। আপনি যদি তাদের যন্ত্র ব্যবহার করা বাথরুমে ঢোকেন অবাক হবেন নিশ্চয়ই।
পানির ট্যাপের সাথে রয়েছে টাচপ্যানেল। সেখানে বলে দিতে পারেন আপনি ঠান্ডা পানি চান, নাকি গরম। অথবা ঠিক কত তাপমাত্রার পানি চান সেটাও টাইপ করে দিতে পারেন। সেখানে ডিসপ্লেতে দেখা যাবে সঠিক তাপমাত্রা।
কখন বাজারে পাওয়া যাবে তা এখনো জানানো হয়নি, তবে এই আবিস্কার রেড ডট পুরস্কার জিতেছে। কাজেই একে শুধু আশ্চর্য্যজনক মনে করার কারন নেই। সত্যিকারের কাজের।

1 comment: