July 10, 2010

বিশ্বসেরা ভিডিও কার্ড ASUS ARES: King of GPUs

গেম খেলতে সমস্যা হচ্ছে ? ভিডিও কিংবা এনিমেশন কাজে সময় বেশি লাগছে ?? বিশ্বের সবচেয়ে ভাল ভিডিও কার্ড পেতে চান ???
সে সুযোগ এনে দিয়েছে আসুস। ASUS ARES নামে আপগ্রেডেড এটিআই রেডঅন এইচডি ৫৯৭০ মডেলের এই কার্ডে রয়েছে ৪ গিগাবাইট ডিডিআর৫ মেমোরী, ওভারক্লক কোর এবং দ্রুতগতির মেমোরী।
আরেকবার মনে করিয়ে দিতে হচ্ছে, এইচডি ৫৯৭০ তৈরী হয়েছে দুটি এইচডি ৫৮৭০ কার্ড একসাথে করে। এটা ব্যবহার করলে আসলে আপনি দুটিকার্ড ব্যবহার করছেন এক কার্ড হিসেবে। কাজেই অন্য সবাইকে পেছনে ফেলবে এতে কোন সন্দেহ নেই।
এবারে অন্য বিষয়গুলি দেখা যাক।
এর দাম ১২০০ ডলার। বাংলাদেশি টাকায় প্রায় লক্ষ টাকা। এখানেই শেষ না, এটা ব্যবহারের জন্য কমপক্ষে ৭৫০ ওয়াট পাওয়ার সাপ্লাই ইউনিট থাকতে হবে। এর বিশাল কুলিং ফ্যানের জন্য অন্তত তিনটি স্লট দখল হবে।
এটা বিক্রি হচ্ছে বিশেষ একধরনের স্যুটকেসে।

No comments:

Post a Comment