গিফট শপ নামের ফিচারে টাকা দিয়ে একে অন্যকে উপহার পাঠাতে পারেন। যেমন একটি আইকন আরেকজনকে উপহার হিসেবে দিলেন। এজন্য টাকা দিতে হয়। হয়ত সেকারনেই ফেসবুকের অন্যান্য ফিচারের মত এটা কখনও জনপ্রিয় হয়নি। অনেকের মত ১ ডলারে যে আইকন কিনতে হয় তারচেয়ে ভাল আইকন ইন্টারনেটে বিনামুল্যে পাওয়া যায়।
গিফট শপ বন্ধ করলেও হলমার্ক এর মত থার্ড পার্টি গিফট কোম্পানীর ব্যবস্থা চালু থাকবে।
No comments:
Post a Comment