July 11, 2010

গিফট শপ বন্ধ করে দিচ্ছে ফেসবুক Facebook shutting down Gift Shop

ফেসবুক এমাসের শেষে তাদের গিফট শপ নামের ফিচারটি বন্ধ করে দিচ্ছে। আগামী মাসের ১ তারিখ থেকে এটা কাজ করবে না। অবশ্য আপনি যদি ইতিমধ্যেই এজন্য অর্থ ব্যয় করে থাকেন তাহলে আপনার প্রোফাইলে কেনা গিফট দেখা যাবে।
গিফট শপ নামের ফিচারে টাকা দিয়ে একে অন্যকে উপহার পাঠাতে পারেন। যেমন একটি আইকন আরেকজনকে উপহার হিসেবে দিলেন। এজন্য টাকা দিতে হয়। হয়ত সেকারনেই ফেসবুকের অন্যান্য ফিচারের মত এটা কখনও জনপ্রিয় হয়নি। অনেকের মত ১ ডলারে যে আইকন কিনতে হয় তারচেয়ে ভাল আইকন ইন্টারনেটে বিনামুল্যে পাওয়া যায়।
গিফট শপ বন্ধ করলেও হলমার্ক এর মত থার্ড পার্টি গিফট কোম্পানীর ব্যবস্থা চালু থাকবে।

No comments:

Post a Comment