July 7, 2010

নোকিয়া অয়্যারলেস মডেম Nokia in wireless modem business

নোকিয়া জানিয়েছে তারা জাপানের রেনেসা ইলেকট্রনিক্স কর্পোরেশনের মাধ্যমে অয়্যারলেস মডেম তৈরী করতে যাচ্ছে। এইচএসপিএ+ এবং এলটিই (থ্রিজি এবং ফোরজি) মডেম তৈরীর এক যৌথ উদ্দ্যোগের অধীনে এটা করা হচ্ছে।  এই চুক্তি অনুযায়ী নোকিয়া তাদের কাছে ফোরজি, থ্রিজি এবং জিএসএম ষ্ট্যান্ডার্ড মডেম সরবরাহ করবে।
এই প্রকল্পে কাজ করবে ১১০০ জন নোকিয়া কর্মী, মুলত ফিনল্যান্ড, ভারত, বৃটেন এবং ডেনমার্কে। নোকিয়ার বক্তব্য তাদের মুল ব্যবসা, মুল বক্তব্য কানেকটিং পিপল ম্লোগানকে আরো শক্তিশালি করবে এই চুক্তি।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই প্রকল্পে শুধুমাত্র ইউএসবি মডেম এর কথা বলা হলেও কোটি কোটি নোকিয়া হ্যান্ডসেটে এই প্রযুক্তি চালু রয়েছে। বরং নোকিয়ার জন্য এটা মোবাইল হ্যান্ডসেটের বাইরে অন্যদিকে দৃষ্টি দেয়া বলা যেতে পারে।

No comments:

Post a Comment