বিষয়টি নিজে কাজ করছেন সুরজ রায় নামে ক্যালিফোর্নিয়ার একজন পদার্থবিদ। তিনি ২০০৮ সালে এবিষয়ে জানেন, ম্যাগনেটিক ফিল্ডকে পরিবর্তন করলে বিপুল পরিমান তাপমাত্রা কমে যায়। ইলিনয় ইউনিভার্সিটিতে এই পদ্ধতিতে নিকেল-ম্যাঙ্গানিজ-গ্যালিয়াম এর সাথে কপার যোগ করে ঘর ঠান্ডা করা হয়েছিল। বর্তমানে সুরজ রায় বার্কলে ল্যাবরেটরীতে এনিয়ে গবেষনা করছেন। সেখানে সুর্যের চেয়েও উজ্জ্বল আলোর ব্যবস্থা রয়েছে।
এখন পর্যন্ত যা পাওয়া গেছে তাতে দেখা গেছে কপার যোগ করায় ম্যাগনেশিয়াম নরম হয়ে যায়, একইসাথে নিকেল-গ্যালিয়াম শক্তিশালি হয়। আরো অনেককিছু জানতে বাকি আছে অবশ্যই, কিন্তু এই ফল বলে দিচ্ছে সবকিছু ঠিকদিকেই যাচ্ছে। ম্যাগনেটোক্যালরিক ইফেক্টে পদার্থের ঠিক কি পরিবর্তন হচ্ছে জানা গেলে সেটা কাজে লাগানো সম্ভব হবে।
আগামীতে এতে ল্যানথানাইড, আয়রন এবং সিলিকন ব্যবহার করে দেখা হবে। সফল হলে শুধু ফ্রিজেই না, গাড়ি কিংবা ল্যাপটপ ঠান্ডা রাখার কাজেও ব্যবহার করা যাবে এই প্রযুক্তি।
No comments:
Post a Comment