নেটবুকের দাম অনেকদিন ধরেই পিসির সমপর্যায়ের। ৩০০ ডলারের মধ্যে নেটবুক পাওয়া যায়। সেখানে ৪৫০ ডলার একটু বেশিই মনে হতে পারে। কিন্তু নেটবুক-প্লাস নামে উন্নত ধরনের গেটওয়ে এলটি৩২ এর বিস্তারিত জানলে মনে হতে পারে অন্য সবকিছুর সাথে মানানসই। ১১.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লের সাথে এতে রয়েছে এএমডি এথলন নিও ২ কে১২৫ প্রসেসর। এটা সিংগেল কোর প্রসেসর। এএমডি সবসময়ই দাবী করে তাদের নিও প্রসেসর ইন্টেলের এটমের থেকে ভাল কাজ করে।
এতে আরো রয়েছে এটিআই মোবিলিটি রেডঅন এইচডি ৪২২৫ গ্রাফিক্স, ২ গিগাবাইট র্যাম, উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম।
বড় ধরনের কিবোর্ড ব্যবহার সুবিধেজনক। পারফরমেন্সের দিক থেকে প্রতিদ্বন্দি এটম প্রসেসর ভিত্তিক নেটবুক থেকে স্পষ্টতই এগিয়ে। একটি বিষয়ে ইন্টেল থেকে পিছিয়ে, তা হচ্ছে ব্যাটারী লাইফ। এটা ৪ ঘন্টা ব্যাকআপ দেয় যেখানে সাধারনভাবে ইন্টেলের এটম ভিত্তিক নেটবুক থেকে ৬ ঘন্টার বেশি ব্যাকআপ পাওয়া যায়।
No comments:
Post a Comment