July 7, 2010

গেটওয়ে ৪৫০ ডলার নেটবুক Gateway LT32 premium Netbook

নেটবুকের দাম অনেকদিন ধরেই পিসির সমপর্যায়ের। ৩০০ ডলারের মধ্যে নেটবুক পাওয়া যায়। সেখানে ৪৫০ ডলার একটু বেশিই মনে হতে পারে। কিন্তু নেটবুক-প্লাস নামে উন্নত ধরনের গেটওয়ে এলটি৩২ এর বিস্তারিত জানলে মনে হতে পারে অন্য সবকিছুর সাথে মানানসই। ১১.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লের সাথে এতে রয়েছে এএমডি এথলন নিও ২ কে১২৫ প্রসেসর। এটা সিংগেল কোর প্রসেসর। এএমডি সবসময়ই দাবী করে তাদের নিও প্রসেসর ইন্টেলের এটমের থেকে ভাল কাজ করে।
এতে আরো রয়েছে এটিআই মোবিলিটি রেডঅন এইচডি ৪২২৫ গ্রাফিক্স, ২ গিগাবাইট র‌্যাম, উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম।
বড় ধরনের কিবোর্ড ব্যবহার সুবিধেজনক। পারফরমেন্সের দিক থেকে প্রতিদ্বন্দি এটম প্রসেসর ভিত্তিক নেটবুক থেকে স্পষ্টতই এগিয়ে। একটি বিষয়ে ইন্টেল থেকে পিছিয়ে, তা হচ্ছে ব্যাটারী লাইফ। এটা ৪ ঘন্টা ব্যাকআপ দেয় যেখানে সাধারনভাবে ইন্টেলের এটম ভিত্তিক নেটবুক থেকে ৬ ঘন্টার বেশি ব্যাকআপ পাওয়া যায়।

No comments:

Post a Comment