July 7, 2010

ব্লগারে ব্লগ ষ্ট্যাটস Blog stats at blogger

যারা ব্লগ পরিচালনা করেন তারা সবসময়ই ভিজিটরদের ভিজিট সম্পর্কে লক্ষ্য রাখেন। কোন এলাকা থেকে কতজন সাইটে এসেছে, কতক্ষন সময় কাটিয়েছে, কোন পোষ্ট ভিজিটর সংখ্যা কত ইত্যাদি নানা বিষয়। এরই ওপর ভিত্তি করে ব্লগার তার ব্লগে নানারকম পরিবর্তন আনেন।
এতদিন গুগলের ব্লগারে (ব্লগস্পট) একাজ করতে হত গুগল এনালাইটিকস ব্যবহার করে। এনালাইটিকস ব্যবহারের জন্য মুল ওয়েবপেজে এইচটিএমএল কোড যোগ করতে হয়, যেখানে ওয়ার্ডপ্রেসে সরাসরি ড্যাসবোর্ড থেকেই তথ্যগুলি জানা যায়। ব্লগারে এই সুবিধে আনতে যাচ্ছে গুগল।
নতুন কিছু চালু করার আগে পরীক্ষামুলকভাবে তা ড্রাফট অংশে রাখা হয় ব্যবহারের জন্য। ব্লগ স্ট্যাস বর্তমানে রয়েছে ড্রাফট অংশে। গুগল এনালাইটিকস ব্যবহারে যদি স্বাচ্ছন্দ অনুভব না করেন তাহলে এটা ব্যবহার করতে পারেন।

No comments:

Post a Comment