July 1, 2010

নাইকন ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০১০-২০১১ Nikon Photo Contest

৩৩তম নাইকন ফটোগ্রাফি প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়েছে। এই প্রতিযোগিতার ছবি গ্রহন করা হবে ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। বিশ্বের যে কোন দেশে থেকে বিভিন্ন দক্ষতার ফটোগ্রাফাররা এতে অংশ নেয়ার সুযোগ পাবেন।
প্রতিযোগিতায় দুটি বিভাগ রয়েছে। প্রথম বিভাগটি উন্মুক্ত বিষয়, দ্বিতীয়টির নাম এনার্জি। উন্মুক্ত বিভাগে যে কোন বিষয়ের বা বক্তব্যের ছবি পাঠানো যাবে। আর এনার্জি বিভাগের জন্য ছবিতে অনুপ্রেরনা, মনোবল, উত্তজনা ইত্যাদির প্রকাশ দেখাতে হবে। এছাড়া এমার্জিং ট্যালেন্ট এওয়ার্ড নামে নবীন ফটোগ্রাফারদের জন্য বিভাগ রয়েছে।
একজন প্রতিযোগি প্রতি বিভাগে ২টি করে মোট ৪টি ছবি পাঠাতে পারবেন। ছবি জেপেগ ফরম্যাটে পাঠাতে হবে এবং কোন ফাইল ১০ মেগাবাইটের বেশি হতে পারবে না। ছবি পাঠানোর জন্য তাদের ওয়েবসাইটে নির্দিষ্ট ফরম পুরন করতে হবে।
পুরস্কার হিসেবে গ্রান্ড বিজয়ী পাবেন তাদের প্রফেশনাল ডি৩এস ক্যামেরা (দুটি লেন্স সহ)। এছাড়া প্রতি বিভাগের প্রথম পুরস্কার ২টি লেন্স এবং স্পিডলাইট সহ ডি৩০০এস ক্যামেরা। ২য় এবং ৩য় স্থানের পুরস্কার ডি৫০০০ (৫টি) এবং ডি৩০০০ এসএলআর ক্যামেরা (১০টি)।
এছাড়া বিজয়ী ছবিগুলি তাদের গ্যালারীতে প্রদর্শন করা হবে।
প্রতিযোগিতার ওয়েবসাইট http://www.nikon-ncpi.com/

No comments:

Post a Comment