স্যামসাং এর তৈরী বিশ্বের প্রথম থ্রিজি/ফোরজি (এলটিই) মডেম বাজারে আসতে যাচ্ছে। জিটি-বি৩৭৩০ নামের এই মডেম প্রথম কোম্পানী হিসেবে বিক্রি করতে যাচ্ছে সুইডেনের মোবাইল অপারেটর টেলিয়াসনেরা। বর্তমানে তাদের এলটিই নেটওয়ার্ক ব্যবহারের জন্য রয়েছে শুধুমাত্র ফোরজি মডেম। নতুন ব্যবস্থায় একই মডেম ব্যবহার করে থ্রিজি অথবা ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।
ছোট আকারের এই ইউএসবি মডেম উইন্ডোজ এবং ম্যাকে ব্যবহার করা যাবে। বাস্তবিক অর্থেই এতে ৮০মেগাবিট/সে রেটে ডাউনলোড ১৬ মেগাবিট/সে রেটে আপলোড করা যাবে।
এমাসেই এটা বিক্রি শুরু হওয়ার কথা।
No comments:
Post a Comment