আমেরিকার ১১টি ষ্টেট এবং নেদারল্যান্ড এই অভিযান পরিচালনা করছে। এজন্য কতজনকে অভিযুক্ত করা হয়েছে তা জানানো হয়নি, তবে বলা হয়েছে এজন্য তাদের জেলে যেতে হতে পারে।
কর্তৃপক্ষ ওয়েবসাইটগুলির ডোমেইন নেম বাতিল করেছে। তবে একাজে ব্যবহৃত কম্পিউটারগুলি অন্যনামে কাজ করতে পারবে। তবে দোষীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন ইমিগ্রেশন এবং কাষ্টম বিভাগের এসিস্ট্যান্ট সেক্রেটারী জন মর্টন। তার কথা, তারা যদি অন্য দেশে পালায় তাহলে সেখানেও যাওয়া হবে। পাইরেসি বন্ধে এই পদ্ধতি চলতে থাকবে। এধরনের শতশত ওয়েবসাইট রয়েছে বলে তিনি জানান।
যে ৯টি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে সেগুলি রেজিষ্ট্রেশন হয়েছে আমেরিকায়, এদের ১টি অফিস নেদারল্যান্ডে।
সাইটগুলিতে মাসে ৬৭ লক্ষ নিয়মিত ভিজিটর রয়েছে। এদের কারো কারো ভিজিটরের সংখ্যা গতবছরের তুলনায় ১০ গুন বৃদ্ধি পেয়েছে। মুলত বিজ্ঞাপন এবং দান থেকে তাদের আয় আসে।
আমেরিকায় সিনেমা এবং টিভি ব্যবস্থায় ২৪ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ হয় এবং অর্থনীতিতে ৮ হাজার কোটি ডলার যোগ হয় তাদের কল্যানে।
No comments:
Post a Comment